Britto Somporkito Upopaddo Koshe Dekhi 3.1 And 3.2 Solution

Koshe Dekhi 3.1 & 3.2 Class 10|বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.১ এবং কষে দেখি ৩.২

আজ আমরা মাধ্যমিক প্রকাশ গণিতের তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.১ এবং ৩.২ এর সমস্ত প্রশ্ন ও উত্তর এখানে আলোচনা করবো।। মাধ্যমিক গণিত ব্ইয়ের সমস্ত অধ্যায়ের উত্তর পেতে এই লিঙ্কে ক্লিক করো।

Britto Somporkito Upopaddo Koshe Dekhi 3.1 & 3.2 Class 10|বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.১ এবং কষে দেখি ৩.২

1. পাশে O কেন্দ্রিয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত লিখি ।

উত্তরঃ

ও কেন্দ্রীয় বৃত্তের PAQ বৃত্তাংশে অবস্থিত ব্যাসার্ধ গুলি হলো OP, OA, OC, OQ ।

2. নীচের _____ এ বুঝে লিখি ।

(i) একটি বৃত্তে ____________ বিন্দু আছে ।

উত্তরঃ অসংখ্য

(ii) বৃত্তের বৃহত্তম জ্যা _________ ।

উত্তরঃ ব্যাস

(iii) জ্যা বৃত্তাকার ক্ষেত্র কে দুটি _________ এ বিভক্ত করে ।

উত্তরঃ বৃত্তাংশে

(iv) বৃত্তের সকল ব্যাস ____________ বিন্দুগামী ।

উত্তরঃ কেন্দ্রগামী

(v) দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য _________ হবে ।

উত্তরঃ দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে

(vi) একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি _________ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল  ।

উত্তরঃ একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি  ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল  ।

(vii) বৃত্তের বাইরে কোনও বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা _________ ।

উত্তরঃ বৃত্তের বাইরে কোনও বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় ।

3. স্কেল ও পেনসিল এর সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র , জ্যা , ব্যাস , ব্যাসার্ধ , উপচাপ ,অধিচাপ , নির্দেশ করি ।

উত্তরঃ

কেন্দ্র – O

জ্যা – XY

ব্যাস- AB

ব্যাসার্ধ- OP

উপচাপ- MN

অধিচাপ- AMNP

4. সত্য না মিথ্যা লিখি ঃ

(i) বৃত্ত একটি সামতলিক চিত্র ।

উত্তরঃ সত্য ।

(ii) বৃত্তাংশ (segment) একটি সামতলিক চিত্র ।

উত্তরঃ সত্য ।

(iii) বৃত্তকলা একটি সামতলিক চিত্র ।

উত্তরঃ সত্য ।

(iv) জ্যা একটি সরলরেখা ।

উত্তরঃ সত্য ।

(v) চাপ একটি সরলরেখা ।

উত্তরঃ মিথ্যা ।

(vi) একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে ।

উত্তরঃ মিথ্যা ।

(vii) একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটিই বৃত্ত আঁকা সম্ভব ।

উত্তরঃ মিথ্যা ।

(viii) দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ।

উত্তরঃ সত্য ।

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

কষে দেখি-3.2

Madhyamik Math koshe dekhi 3.1 And 3.2

1. O কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং AB একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি । O বিন্দু থেকে AB জ্যা এর দূরত্ব হিসাব করে লিখি ।

সমাধানঃ

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে ।

∴ D , AB মধ্যবিন্দু ।

∴ BD = AB/2= 8/2 = 4 সেমি

OB= বৃত্তের ব্যাসার্ধ = 5 সেমি ।

সমকোণী ত্রিভুজ ∆ OBD থেকে পাই ,

∴ o থেকে AB বিন্দুর দূরত্ব = 3 সেমি ।

2. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি । O বিন্দু থেকে PQ জ্যা-এর দূরত্ব 5 সেমি । PQ জ্যা এর দৈর্ঘ্য হিসাব করে লিখি ।

সমাধানঃ

O বিন্দু থেকে PQ জ্যা-এর দূরত্ব 5 সেমি ।

∴ OR = 5 সেমি ।

এক্ষেত্রে OR , PQ এর ওপর লম্ব

বৃত্তের ব্যাসার্ধ OQ = 26/2 = 13 সেমি ।

∴ সমকোণী ত্রিভুজ ∆ ORQ এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

আবার, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে ।তাই R , PQ এর মধ্যবিন্দু ।

∴ PQ = 12×2 =24সেমি ।

∴ PQ জ্যা-এর দৈর্ঘ্য = 24 সেমি ।

3. O কেন্দ্রীয় একটি বৃত্তের  PQ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি এবং O বিন্দু থেকে PQ এর দূরত্ব 2.1 সেমি. । বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে রাখি ।

সমাধানঃ

জ্যা PQ এর দৈর্ঘ্য = 4 সেমি ।

কেন্দ্র থেকে PQ জ্যা OR এর দৈর্ঘ্য = 2.1 সেমি ।

OQ যুক্ত করা হল , OQ হল বৃত্তের ব্যাসার্ধ ।

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে ।তাই R , PQ এর মধ্যবিন্দু ।

∴ RQ = 4/2 সেমি = 2 সেমি ।

সমকোণী ত্রিভুজ ∆ ORQ থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

∴বৃত্তের ব্যাস = 2.9×2=5.8 সেমি ।

4. O কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য এর দুটি জ্যা । যদি ছোটো দৈর্ঘ্য এর জ্যা টির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয় , তাহলে  অপর জ্যা টির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি ।

সমাধানঃ

ধরি O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি জ্যা । AB= 6 সেমি এবং CD = 8 সেমি । কেন্দ্র O থেকে AB এর দূরত্ব = OP = 4 সেমি । ∴ OP ⊥ AB

কেন্দ্র O থেকে CD এর দূরত্ব OQ ∴ OQ ⊥ CD

O,A এবং O,C যুক্ত করা হল ।

এখন OA = OC = বৃত্তের ব্যাসার্ধ ।

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে । তাই P , AB এর মধ্যবিন্দু এবং Q , CD এর মধ্যবিন্দু ।

এখন সমকোণী ত্রিভুজ ∆ OAP থেকে পাই ,

OA2=OP2+PA2

বা, OA2 = (4)2 + (6/2)2

বা, OA2 = 16+9

বা, OA = √25

বা, OA= 5

∴বৃত্তের ব্যাসার্ধ = 5 সেমি ।

আবার সমকোণী ত্রিভুজ ∆OCQ থেকে পাই ,

OQ2+QC2=OC2

বা, OQ2+(8/2)2=(5)2  [ যেহেতু OC=OA=5 সেমি ]

বা, OQ2 +16 =25

বা, OQ2 = 25-16

বা, OQ2= 9

বা, OQ = √9

বা, OQ = 3

∴ কেন্দ্র থেকে অপর জ্যাটির দূরত্ব 3 সেমি ।

5. যদি কোন বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যা এর দূরত্ব 7 সেমি হয় , তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি , সেই জ্যা এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি ।

সমাধানঃ

ধরি O কেন্দ্রীয় বৃত্তের PQ জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে দূরত্ব OM=7 সেমি ।

∴ OM ⊥ PQ

ধরি, RS জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব ON = 20 সেমি ।

∴ ON ⊥ RS

O,Q এবং O,S যুক্ত করা হল ।

OQ =OS = বৃত্তের ব্যাসার্ধ ।

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে । তাই , M , PQ এর মধ্য বিন্দু । আবার N , RS এর মধ্যবিন্দু ।

সমকোণী ত্রিভুজ ∆OMQ থেকে পাই,

OQ2= OM2+MQ2

বা, OQ2 = (7)2+(48/2)2

বা, OQ2= 49+(24)2

বা, OQ2 = 49+576

বা, OQ2 = 625

বা, OQ = √625

বা, OQ = 25

সমকোণী ত্রিভুজ ∆ONS থেকে পাই ,

ON2+NS2 = OS2

বা, NS2 = OS2-ON2

বা, NS2 = (25)2-(20)2

বা, NS2= 625-400

বা, NS2 = 225

বা, NS = √225

বা, NS = 15

যেহেতু N , RS এর মধ্যবিন্দু

∴ RS = 2NS

বা, RS = 2×15

বা, RS = 30

∴ RS জ্যা এর দৈর্ঘ্য 30 সেমি ।

6. পাশের O কেন্দ্রীয় বৃত্তের ছবিতে OP AB; AB = 6 সেমি এবং PC = 2 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি ।

সমাধানঃ

OP ⊥ AB

O,B যুক্ত করা হল

ধরি ব্যাসার্ধ x সেমি ।

∴ OB=OC=x সেমি

∴ OP = OC-PC = (x-2)সেমি

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে ।  তাই P , AB এর মধ্যবিন্দু ।

সুতরাং PB = 6/2 =3 সেমি ।

সমকোণী ত্রিভুজ ∆OPB থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে  পাই ,

OB2=OP2+PB2

বা, x2 = (x-2)2+(3)2

বা, x2 = x2-4x+4+9

বা, 4x=13

বা, x = 13/4

বা, x= 3.25

∴বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেমি ।

7. একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে । যুক্তি দিয়ে প্রমাণ করি যে AC=DB ।

সমাধানঃ

চিত্রে O কেন্দ্রীয় দুটি বৃত্তকে একটি সরলরেখা যথাক্রমে A,B এবং C,D বিন্দুতে ছেদ করেছে ।

প্রমান করতে হবে যে AB = CD

অঙ্কনঃ O থেকে AB এর ওপর একটি লম্ব OP অঙ্কন করা হল ।

প্রমানঃ যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে ।  তাই P ,AB এবং CD উভয়ের মধ্যবিন্দু ।

∴ AP=PB এবং CP=PD

সুতরাং AP-CP= PB-PD

∴ AC=DB (প্রমাণিত)

8. প্রমাণ করি , কোন বৃত্তের দুটি পরস্পরছেদী জ্যা পরস্পর কে সমদ্বিখন্ডিত করতে পারে না , যদি না উভয়েরই বৃত্তের ব্যাস হয় ।

সমাধানঃ

ধরি ,O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি পরস্পর ছেদী জ্যা এবং তারা পস্পরকে P বিন্দুতে

ছেদ করেছে । ধরা হল P , AB এর মধ্যবিন্দু ।

প্রমান করতে হবে P , CD এর মধ্যবিন্দু নয় ।

অঙ্কনঃ O , P যুক্ত করা হল ।

প্রমানঃ যেহেতু P , AB এর মধ্যবিন্দু এবং OP কেন্দ্রগামী সরলরেখা ।

∴ OP ⊥ AB

আবার AB এবং CD সরলরেখা পস্পরকে P বিন্দুতে ছেদ করেছে ,

∴ OP, একইসাথে AB এবং CD উভয় এর ওপর লম্ব হতে পারে না ।

যেহেতু বৃত্তের কেন্দ্র গামী কোনও সরলরেখাংশ কোনও জ্যা কে সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখাংশ ওই জ্যা এর ওপর লম্ব হবে ।

এক্ষেত্রে P , CD এর মধ্যবিন্দু হতে পারেনা ।

কিন্তু যদি AB ও CD পরস্পর ব্যাস হত তবে তারা পরস্পর কে সমদ্বিখণ্ডিত করত ।

  9. X ও Y কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর কে A ও B বিন্দুতে ছেদ করেছে । XY এর মধ্যবিন্দু S এর সঙ্গে A বিন্দু যুক্ত করলাম এবং A বিন্দু দিয়ে SA এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে ছেদ করলো । প্রমান করি PA = AQ ।

সমাধানঃ

ধরি, X ও Y কেন্দ্রীয় বৃত্ত পস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে । XY এর মধ্যবিন্দু S । S এবং A যুক্ত করা হল । A বিন্দু দিয়ে S এর ওপর অঙ্কিত লম্ব বৃত্ত দুটিকে যথাক্রমে P ও  Q বিন্দুতে ছেদ করেছে । প্রমান করতে হবে যে , PA = AQ ।

অঙ্কনঃ X ও Y বিন্দু দিয়ে PQ এর ওপর যথাক্রমে XM এবং YN লম্ব অঙ্কন করা হল ।

প্রমানঃ অঙ্কনানুসারে XM , SA , YN তিনটি সরলরেখা প্রত্যেকে PQ এর ওপর লম্ব । সুতরাং XM ∥ SA ∥ YN

যেহেতু X ও Y যথাক্রমে বৃত্ত দুটির কেন্দ্র এবং XM , YN প্রত্যেকে PQ এর ওপর লম্ব সুতরাং M ও N যথাক্রমে PA ও AQ এর মধ্যবিন্দু ।

∴ MA = ½ PA

এবং AN = ½ AQ

আবার যেহেতু S , XY এর মধ্যবিন্দু ,

সুতরাং XS = SY

এখন XM , SA ,YN সমান্তরাল সরলরেখা তিনটি XY থেকে সমান দুটি অংশ ছিন্ন করে ,

∴ তা ওপর সরলরেখা PQ থেকেও সমান দুটি অংশ ছিন্ন করবে ।

অর্থাৎ , MA = AN

বা , ½ PA = ½ AQ [ যেহেতু MA = ½ PA এবং  AN = ½ AQ ]

বা, PA = AQ ( প্রমাণিত )   

10. O কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার  দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB ও CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত । যদি AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি ।

সমাধানঃ

O কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা AB ও CD ।

AB = 10সেমি , CD = 24 সেমি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত ।

কেন্দ্র O থেকে AB ও CD এর ওপর যথাক্রমে OP ও OQ লম্ব ।

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে

∴ P এবং Q যথাক্রমে AB ও CD এর মধ্যবিন্দু ।

সুতরাং PB= 10/2=5 সেমি

এবং QD = 24/2 = 12 সেমি

যেহেতু AB ∥ CD সেহেতু O , PQ এর ওপর অবস্থিত একটি বিন্দু ।

AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব = PQ = 17 সেমি

O,D এবং O , B যুক্ত করা হল ।

∴ OD=OB =বৃত্তের  ব্যাসার্ধ

ধরি, OP = x সেমি

∴ OQ = (17-x) সেমি ।

এখন সমকোণী ত্রিভুজ ∆ OPB থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

OB2=OP2+PB2

বা, OB2 = x2 + (5)2 —— (i)

আবার সমকোণী ত্রিভুজ ∆ OQD  থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

OD2 = OQ2 +QD2

বা, OD2 = (17-x)2 + (12)2 ——-(ii)

যেহেতু, OB =OD

(i) ও (ii) থেকে পাই ,

∴ x2+ (5)2 = (17-x)2 +(12)2

বা , x2+25= (17-x)2 +144

বা, x2+25 = 289-34x+x2+144

বা, 34x = 144+289-25

বা, 34x = 408

বা, x = 408/34

বা, x = 12

(i) নং সমীকরণ থেকে পাই ,

OB2 = x2 + (5)2

বা, OB2 = (12)2+25 [ ∵ x =12 ]

বা, OB2 = 144+25

বা, OB2 = 169

বা, OB = √169

বা, OB = 13

সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13  সেমি ।

11. দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q ; বৃত্ত দুটি A ও B বিন্দুতে ছেদ করে । A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে । প্রমান করি CD = 2PQ ।

সমাধানঃ

ধরি P ও Q কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর কে A ও B বিন্দুতে ছেদ করেছে । A বিন্দু দিয়ে PQ  এর সমান্তরাল সরলরেখা P ও Q কে  যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করেছে ।

প্রমান করতে হবে যে CD =2PQ

অঙ্কনঃ P ও Q বিন্দু দিয়ে CD এর ওপর যথাক্রমে PR ও QS লম্ব টানা হল ।

প্রমান ঃ যেহেতু PQ || RS এবং PR ⊥ CD ও QS ⊥ CD ,

∴ PRSQ একটি আয়তক্ষেত্র ।

∴ PQ = RS —— (i)

যেহেতু PR ⊥ CA এবং QS ⊥ AD

∴ R , CA এর মধ্যবিন্দু এবং S , AD এর মধ্যবিন্দু ।

অর্থাৎ , AR = ½ AC এবং AS = ½ AD

এখন, RS = AR+AS = 1/2( AC +CD) = ½ CD

∴ RS = ½ CD

⇒ 2RS = CD

⇒ 2PQ = CD [ (i) নং থেকে পাই ]

∴ CD = 2PQ  [প্রমাণিত]

12. একটি বৃত্তের AB ও CD জ্যা দুটি সমান । প্রমান করি যে BAC এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী ।

সমাধানঃ

ধরি O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা । B ও C যুক্ত করা হল , যা ∠ BAC এর সমদ্বিখণ্ডক কে P বিন্দুতে ছেদ করে ।

প্রমানঃ ∆ABP এবং ∆ ACP এর মধ্যে,

 AB =AC ( প্রদত্ত )

∠BAP = ∠ CAP [ যেহেতু AP , ∠ BAC এর সমদ্বিখণ্ডক ]

এবং AP  সাধারণ বাহু

∴ বাহু- কোন – বাহু শর্তানুসারে , ∆ ABP ≅ ∆ ACP

∴ BP =CP [অনুরুপ বাহু ]

এবং ∠BPA = ∠CPA

আবার ∠ BPC = 180º

∴ ∠ BPA =∠ CPA =90º

সুতরাং AP ⊥ BC

আবার O কেন্দ্রীয় বৃত্তের BC জ্যা এবং P , BC এর মধ্যবিন্দু  এবং AP⊥ BC

∴ AP কেন্দ্রগামী ( প্রমাণিত )

13. একটি বৃত্তের পরস্পর ছেদী জ্যা – এর অন্তর্ভুক্ত কোনের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় , তাহলে প্রমান করি যে জ্যা দুটি সমান ।

সমাধানঃ

O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি জ্যা পরস্পর কে P বিন্দুতে ছেদ করেছে । OP , কোন APC এর সমদ্বিখণ্ডক হলে প্রমান করতে হবে যে , AB=CD

অঙ্কনঃ OE ⊥ AB এবং OF ⊥ CD অঙ্কন করা হল ।

প্রমানঃ ∆POE এবং ∆ POF  এর মধ্যে

∠ OEP= ∠ OFP ( প্রত্যেকে সমকোণ )

∠ EPO = ∠ FPO ( ∵ OP, ∠ BPC এর সমদ্বিখণ্ডক )

OP সাধারণ বাহু

∴ ∆ POE ≅ ∆ POF

∴ OE=OF

অর্থাৎ জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী সুতরাং জ্যা দ্বয়ের দৈর্ঘ্য  সমান ।

∴ AB =CD ( প্রমাণিত )

14. প্রমান করি যে একটি বৃত্তে দুটি জ্যা-এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা- টির দৈর্ঘ্য ওপেক্ষা বৃহত্তর ।

সমাধানঃ

মনে করি , বৃত্তের কেন্দ্র O এবং AB ও CD ওই বৃত্তের দুটি জ্যা । OP এবং OQ যথাক্রমে AB ও CD এর ওপর লম্ব । এক্ষেত্রে OP

প্রমান করতে হবে , AB > CD

অঙ্কনঃ OA এবং OC যুক্ত করা হল ।

প্রমানঃ এখানে OP ⊥ AB এবং OQ ⊥ CD

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনও জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে ,

∴ AP = AB/2

এবং CQ = CD /2

আবার , ∆AOP এবং ∆COQ উভয়ই সমকোণী ।

পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

∴ OA2= AP2+PO2 এবং OC2 = OQ2+CQ2

যেহেতু OA = OC

সুতরাং ,

AP2+PO2 = OQ2+CQ2 ——- (i)

এখন OP < OQ

∴ OP2 < OQ2

তাই (i) থেকে বলা যায় , AP2 > CQ2

∴ AP > CQ

∴ (AB/2) >(CB/2)

∴ AB > CD

অর্থাৎ AB জ্যা এর দৈর্ঘ্য CD জ্যা এর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর (প্রমাণিত) ।

15. একটি বৃত্তের ভিতর যেকোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা  কোনটি হবে তা প্রমাণ করে লিখি ।

সমাধানঃ

ধরি , O কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ P যেকোনো একটি বিন্দু ।

P বিন্দু দিয়ে AB একটি জ্যা , যখন P , AB এর মধ্যবিন্দু এবং P বিন্দু দিয়ে অপর একটি জ্যা CD

অঙ্কনঃ CD এর ওপর OQ লম্ব অঙ্কন করা হলো ।

প্রমানঃ সমকোণী ত্রিভুজ ∆ OPQ এর এর OP অতিভুজ ।

∴ OP > OQ

যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী জ্যা ক্ষুদ্রতম হয় ,

∴ AB < CD

∴ কোনও বিন্দু দিয়ে অঙ্কিত যে জ্যাটি ক্ষুদ্রতম হবে , যখন ঐ বিন্দু জ্যাটির মধ্যবিন্দু হবে (প্রমাণিত )

16. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ( V.S.A )

(A) বহুবিকল্পীয় প্রশ্ন ( M.C.Q ) :

(i) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD  জ্যা দুটির দৈর্ঘ্য সমান । AOB = 60 হলে, ∠COD  এর মান

   (a) 40                 (b) 30                   (c)   60                    (d) 90

উত্তরঃ ( c ) 60

যেহেতু সমান সমান জ্যা কেন্দ্রে সমান কোন  উৎপন্ন করে ।

(ii)  একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা- এর দৈর্ঘ্য 10 সেমি । বৃত্তের কেন্দ্র থেকে জ্যা- এর দূরত্ব

 (a) 12.5 সেমি            (b) 12 সেমি            (c) √69 সেমি             (d) 24 সেমি

উত্তরঃ  ( b ) 12 সেমি.

সমাধানঃ

OP ⊥ AB

∴ P , AB এর মধ্যবিন্দু ।

সমকোণী ত্রভুজ OBC থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

OB2 = OP2+PB2

বা, 132 = OP2+(10/2)2

বা, OP2 = 169-25

বা, OP2 = 144

বা , OP = √144

বা, OP = 12

(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা । O  বিন্দু থেকে AB জ্যা এর দূরত্ব 4 সেমি হলে, CD জ্যা – এর দূরত্ব

(a) 2 সেমি      (b) 4 সেমি      (c) 6 সেমি      (d) 8 সেমি

উত্তরঃ (b ) 4 সেমি.

সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী ।

∴ কেন্দ্র থেকে CD জ্যা- এর দূরত্ব হবে 4 সেমি.

(iv) AB  ও CD দুটি সমান্তরাল জ্যা –এর  প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি । বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে , জ্যা  দুটির মধ্যে দূরত্ব

(a) 12 সেমি       (b) 16 সেমি      (c) 20 সেমি    (d) 5 সেমি ।

উত্তরঃ। (a) 12 সেমি.

সমাধানঃ

AB =CD = 16 সেমি

∴ PB = 16/2 = 8 সেমি.

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী  কোনও সরলরেখা ঐ বৃত্তের কোনও জ্যা-এর লম্ব হলে , সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে ।

ব্যাসার্ধ = OB=OD =10 সেমি.

সমকোণী ত্রিভুজ POB থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,

OB2 = OP2+PB2

বা, (10)2 = OP2 + (16/2)2

বা, (10)2 = OP2 +(8)2

বা, 100= OP2 +64

বা, OP2 = 100-64

বা, OP2 = 36

বা, OP = 6

∴ OQ = 6 সেমি. [যেহেতু,সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় ]

∴ PQ =OP+OQ=12 সেমি.

(v)  দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র O ; একটি সরলরেখা একটি বৃত্তকে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে C ও  D বিন্দুতে ছেদ করে । AC = 5 সেমি হলে BD এর দৈর্ঘ্য

(a) 2.5 সেমি     (b) 5 সেমি    (c) 10 সেমি     (d)কোনোটিই নয় ।

উত্তরঃ (b ) 5 সেমি.

সমাধানঃ

যেহেতু OP ⊥ AB

∴ PC =PD

এবং PA = PB

যেহেতু বৃত্তের কেন্দ্রগামী  কোনও সরলরেখা ঐ বৃত্তের কোনও জ্যা-এর লম্ব হলে , সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে ।

∴ PA-PC = PB-PD

বা, AC = BD

∴ AC =BD = 5 সেমি.

(B)  সত্য / মিথ্যা লিখি:

(i)  তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় ।

উত্তরঃ মিথ্যা

তিনটি সমরেখ বিন্দু দিয়ে কোনও বৃত্ত অঙ্কন করা যায় না ।

(ii) ABCDA ও ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত ।

উত্তরঃ  সত্য

যেহেতু দুটি বৃত্তের তিনটি বিন্দু সমান সুতরাং বৃত্ত দুটি একই ।

(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB এবং AC  জ্যা  দুটির OA ব্যাসার্ধের  বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, OAB = OAC

উত্তরঃ মিথ্যা

যদি AB =AC হয় তবে বিবৃতি টি সত্য হবে ।

(C ) শূন্যস্থান পূরণ করি :

(i) O কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1  হলে, POQ = ROS = __________________

উত্তরঃ 1:1

(ii)  বৃত্তের কোন  জ্যা –এর  লম্বসমদ্বিখন্ডক ওই বৃত্তের ___________ ।

উত্তরঃ কেন্দ্রগামী

17.  সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A) :

(i) 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারন জ্যা -এর দৈর্ঘ্য 12 সেমি ।  বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি ।

সমাধানঃ

A ও B কেন্দ্রীয় বৃত্তের PQ সাধারণ জ্যা ।

A ও B যুক্ত করলে , AB ⊥ PQ হয় ।

সমকোণী △AOP এর ,

AP2= OP2+AO2

বা, (10)2 = (12/2)2+(AO)2

বা, 100 = (6)2 +AO2

বা, 100 = 36 + AO2

বা, AO2= 100-36

বা, AO2 = 64

বা, AO2 = (8)2

বা, AO = 8

যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান সেহেতু OA =OB = 8 সেমি. ।

∴ AB = 8+8 = 16 সেমি.

∴  বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = 16 সেমি. । ( উত্তর )

(ii) 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা । বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত । AB=AC = 6 সেমি হলে , BC জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করি ।

সমাধানঃ

O কেন্দ্রীয় বৃত্তে , AB = AC =6 সেমি.

যেহেতু সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা-এর মধ্যবর্তী কোনের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয় ,

∴ OA = বৃত্তের ব্যাসার্ধ = 5 সেমি

এবং P , BC এর মধ্যবিন্দু ও OP ⊥ BC

O ,B যোগ করা হল ।

ধরি , OP = x সেমি

সমকোণী ∆ APB থেকে পাই ,

AP2 +BP2=AB2

বা, BP2 = AB2-AP2

বা , BP2 = (6)2 – AP2 ——-(i)

সমকোণী ∆OPB থেকে পাই ,

OP2+BP2 = OB2

বা, BP2= OB2-OP2

বা, BP2 = (5)2 – OP2 —— (ii)

(i) নং ও (ii) নং সমীকরণ থেকে পাই ,

(6)2– AP2 = (5)2– OP2

বা, 36 – AP2 = 25- OP2

বা, 36-25 = AP2 – OP2

বা, AP2 – OP2 = 11

বা, (OA-OP)2 – OP2 = 11

বা, (5-OP)2 – OP2 =11

বা, 25 -10OP +OP2-OP2=11

বা, 10OP = 14

বা , OP = 14/10

বা, OP = 7/5

(ii) নং সমীকরণ থেকে পাই ,

BP2 = 25- (7/5)2

বা, BP2 = 25- (49/25)

বা, BP2 = (625-49)/25

বা , BP2 = 576/25

বা, BP = 24/5 [ উভয় পক্ষে বর্গমূল করে পাই ]

∴ CD = 2BP = 2×(24/5) = 48/5 = 9.6 সেমি. ।( উত্তর )

(iii) O কেন্দ্রীয় বৃত্তে AB ও  CD  জ্যা দুটির দৈর্ঘ্য সমান । AOB = 60º এবং CD=6 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি ।

সমাধানঃ

OAB এর OA =OB = বৃত্তের ব্যাসার্ধ

∴ ∠OAB = ∠ OBA

এবং ∠ AOB = 60º ( প্রদত্ত )

∠OAB=∠OBA=60º

অর্থাৎ OAB সমবাহু ত্রিভুজ ।

যার , OA =OB =AB= 6 সেমি.

∴ বৃত্তের ব্যাসার্ধ = 6 সেমি.( উত্তর )

(iv) O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে কোন একটি বিন্দু । বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP =3 সেমি হলে, P বিন্দুগামী যে জ্যা -টির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি ।

সমাধানঃ

ধরি P বিন্দুগামী AB কুদ্রতম জ্যা ।

∴ P ,AB এর মধ্যবিন্দু ।

অর্থাৎ , OP ⊥ AB

সমকোণী ∆OPB থেকে পাই ,

BP2 = OB2 –OP2

বা, BP2 = (5)2-(3)2

বা, BP2 = 25-9

বা, BP2 = 16

বা, BP = 4

∴ AB জ্যাটির দৈর্ঘ্য = 2×BP = 2×4 =8 সেমি. ( উত্তর )

(v) P ও Q  কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে । A বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটি কে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে । PQ = 5 সেমি হলে , CD এর দৈর্ঘ্য কত তার নির্ণয় করি ।

সমাধানঃ

P ও Q বিন্দুতে PM ও QN লম্ব হলে ,

AM = ½ CA  এবং AN = ½ AD

∴ MN = ½ CD

আবার যেহেতু PQ ∥ CD এবং PM ∥ QN

∴ PQ = MN

∴ PQ = ½ CD

বা , CD = 2PQ = 2×5=10 সেমি.( উত্তর )

error: Content is protected !!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !