ভূগোলের কিছু অজানা এককথায় প্রশ্ন–উত্তর...
1. ব্যাথোলিথের ছাদ থেকে বেরিয়ে থাকা
গম্বুজাকৃতির শিলাদেহকে কী বলে?
Ans: কিউপোলা (Cupola)
3. শিলাগাত্রে যেসব বৃত্তচাপ আকৃতির খাঁজ
থেকে শিলাগাত্রের জল চুইয়ে পড়ে তাকে কী বলে?
Ans: কুলুঙ্গি (Alcove)
5. সাগর পৃষ্ঠে প্রায় আয়তক্ষেত্র আকৃতির
অঞ্চলে উৎপন্ন জোয়ারের প্রবাহকে কী বলে?
Ans: কেলভিন তরঙ্গ (Kelvin Wave)
6. আঞ্চলিক শিলা দ্বারা আবদ্ধ খনিজ পাতের আকৃতিবিশিষ্ট
দেহকে কী বলে?
Ans: খনিজশিরা (Vein)
7. ভূমিরূপের উপর ক্রিয়াশীল ভিন্ন ভিন্ন
শক্তির মধ্যে সাম্যাবস্থা বোঝাতে কোন শব্দ ব্যবহার হয়?
Ans: ধাগতীয় সাম্য (Dynamic Equilibrium)
8. চ্যুতিতল বরাবর প্রবল ঘর্ষণের ফলে
উৎপন্ন কাদার মতো সূক্ষ্ম শিলাচূর্ণকে কী বলে?
Ans: গুজ (Gouge)
9. হিমবাহ অপসারিত অঞ্চলে সৃষ্ট তৃণভূমির
মোটা দানার বালু ও নুড়িময় জমিকে কী বলে?
Ans: গিস্ট (Geest)
10. সাধারণভাবে যেকোন মোটা দানার
বেলেপাথরকে কী বলে?
Ans: গ্রিট (Grit)
11. গ্রানাইটের আংশিক রাসায়নিক বিয়োজনের
ফলে উৎপন্ন বস্তু কী নামে পরিচিত?
Ans: গ্রাস (Grus)
12. নির্দিষ্ট উষ্ণতায় কোন বস্তুর ভর ও
সমপরিমাণ জলের ভরের অনুপাতকে কী বলে?
Ans: ঘনত্ব (Density)
13. প্রতিলোম চ্যুতির চ্যুতি তলকে কী বলে?
Ans: ঘাততল (Thrust Plane)
15. নদী সাগরে পতিত হওয়ার আগে নদী প্রবাহ
কর্তিত মাটির খাড়া পাড়ে সরু খাতকে কী বলে?
Ans: চাইন (Chine)
16. স্বচ্ছ লাল রঙের কোরাণ্ডাম খনিজ তথা
মূল্যবান রত্ন খনিজ কোনটি?
Ans: চুনি (Ruby)
17. একটি পাড়া বা হ্যামলেট পূর্ণাঙ্গ গ্রাম
হওয়ার আগের রূপকে কী বলে?
Ans: ছোট গ্রাম (Small Village)
18. সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্ভুক্ত তাকে
কী বলে?
Ans: আকাশ গঙ্গা/স্বর্গগঙ্গা (Milky Way)
19. যে শাস্ত্রে জনসংখ্যার আকার, গঠন, বিন্যাস, বৃদ্ধি
প্রভৃতি অধ্যয়ন করা হয় তাকে কী বলে?
Ans: জনমিতি (Demography)
20.নদীর মোহনায় নদী স্রোত সোজাসুজি সমুদ্রের মধ্যে অনেকটা অগ্রসর হলে স্রোতের দুপাশে পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার দ্বীপ সৃষ্টি হয় তাকে কী বলে?
Ans: কাসপেট বদ্বীপ (Cuspate delta)
Ans: জমাটন (Flocculation)
22. সঠিক মানচিত্র অঙ্কনের জন্য রেখা ও কোণের সূক্ষ্ম পরিমাপের পদ্ধতিকে কী বলে?
Ans: জরিপ (Surveying)
23. মরু অঞ্চলে বায়ু ক্ষয়ের ফলে উৎপন্ন স্তম্ভাকার ভূমিরূপ কী নামে পরিচিত?
Ans: জেউগেন (Zeugen)
24. কয়লা স্তরের ঠিক নিচে অবস্থিত কাদার স্তরকে কী বলে?
Ans: জ্বলনি কর্দম (Fire Clay)
25. ভূমধ্যসাগরীয় সৈকতে জোয়ারে ডুবে যাওয়া জৈব প্রাচীরকে কী বলে?
Ans: ট্রট্রয়ের (Trottoir)
26. ঝড় বা তুফানের সময় সৃষ্ট বৃহদাকৃতির তরঙ্গকে কী বলে?
Ans: ঝটিকা তরঙ্গ (Storm Wave)
27. উচ্চ পর্বতের ঢালে তাকের মতো বেরিয়ে থাকা ছোট হিমবাহকে কী বলে?
Ans: ঝুলন্ত হিমবাহ (Hanging Glacier)
28. নির্দিষ্ট আকারহীন ছোট টিলাকে কী বলে?
Ans: হিলক (Hillock)
29. উষ্ণ প্রস্রবণে ক্যালসিয়াম কার্বনেটের জমে যাওয়া ত্বককে কী বলে?
Ans: ট্র্যাভার্টাইন (Travertine)
30. প্রবেশ্যতার একক কী?
Ans: ডারসি (Darcy)
31. তির্যকভাঁজে উৎপন্ন দুটি প্রজন্মের নিম্নভাঁজের সংযোগস্থলে যে গাঠনিক বৈচিত্র সৃষ্টি হয় তাকে কী বলে?
Ans: ডিপ্রেশন (Depression)
32. মরুভূমির বৃহদাকার বালুর তরঙ্গকে কী বলে?
Ans: ড্রা (Draa)
33. কতিপয় তথ্য বা প্রপঞ্চের যুক্তিসিদ্ধ, নীতিগ্রাহ্য সুশৃঙ্খল ব্যাখ্যাকে কী বলে?
Ans: তত্ত্ব (Theory)
34. কিছু সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে কী বলে?
Ans: তরঙ্গ গড় (Harmonic Mean)
35. হিমবাহের তলদেশে প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর জমে যে রেখা গঠিত হয় তাকে কী বলে?
Ans: তলদেশ গ্রাবরেখা (Sub-glacial Moraine)
36. তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে শিলাস্তরে সৃষ্ট ফাটলকে কী বলে?
Ans: তাপবিভঙ্গ (Thermal Fracture)
37. যেকোন অক্ষাংশে গড় তাপমাত্রার পার্থক্যকে কী বলে?
Ans: তাপমাত্রা বৈষম্য (Temperature Anomaly)
38. হিমরেখার ওপরে অবস্থিত চির তুষার বা বরফের আবরণকে কী বলে?
Ans: তুষার মুকুট (Ice-cap)
39. সমুদ্রজলে উষ্ণ স্তর ও শীতল স্তরের মাঝে দ্রুত তাপ পরিবর্তনকারী স্তরকে কী বলে?
Ans: থার্মোক্লাইন (Thermocline)
40. মানব–প্রকৃতি সম্পর্ক ব্যাখ্যায় ঈশ্বরকেন্দ্রিক মতবাদকে কী বলে?
Ans: থিওক্র্যাটিক (Theocratic)
Geography zone
41. কোনো তথ্যসারিকে দশ ভাগে বিভক্তকারী মানকে কী বলে?
Ans: দশমক (Decile)
42. একটি তথ্যরাশির বর্গের গাণিতিক গড়ের বর্গমূলকে কী বলে?
Ans: দ্বিঘাত গড় (Quadratic Mean)
43. বৃত্তাকার দ্বীপপুঞ্জের সমাহারকে কী বলে?
Ans: দ্বীপবলয় (Arc)
44. ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার অন্তরফলকে কী বলে?
Ans: দৈনিক তাপ সীমা (Diurnal Range)
45. ধূলিকণায় সৃষ্ট ঘূর্ণায়মান স্তম্ভকে কী বলে?
Ans: ধূলিঘূর্ণি (Dust Devil)
46. দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদকারী দিক নির্দেশক রেখাকে কী বলে?
Ans: ধ্রুব দিকরেখা (Rhumbline/Loxodrome)
47. অভ্যন্তরীণ শক্তি উৎস হতে বিকিরণে স্বদীপ্ত মহাজাগতিক উপাদানকে কী বলে?
Ans: নক্ষত্র (Star)
48. নগর থেকে গ্রাম পর্যন্ত ফিতা আকারে বসতিকে কী বলে?
Ans: নগর ফিতা (Urban Ribbon)
49. নদী বিজ্ঞানকে কী বলে?
Ans: নদীবিদ্যা (Potamology)
50. দুই বা ততোধিক নদীর মিলনক্ষেত্রকে কী বলে?
Ans: নদী সঙ্গম (Confluence)
51. J. Bartholomew উদ্ভাবিত ইউরোপ-আটলান্টিক-ভারত মহাসাগরীয় অভিক্ষেপ কোনটি?
Ans: নীয় অভিক্ষেপ (Nordic Projection)
52. খাড়া পাড়বিশিষ্ট সাগরতট থেকে সাগরে প্রলম্বিত শিলাদেহকে কী বলে?
Ans: নাসা (Nose)
53. নিরক্ষরেখার কাছাকাছি অগভীর নিম্নচাপ অঞ্চলকে কী বলে?
Ans: নিরক্ষীয় খাত (Equatorial Trough)
54. সাগরে সক্রিয়ভাবে সাঁতার কাটতে সক্ষম প্রাণীগুলোকে কী বলে?
Ans: নেকটন (Nekton)
55. শিলায় পাতার মতো বা কার্ডের গোছার মতো গঠনকে কী বলে?
Ans: পত্রায়ন (Foliation)
56. শিলার আয়ামকে সমকোণে কেটে যাওয়া নদী প্রবাহকে কী বলে?
Ans: পরা-আয়ামিক (Diaclinal)
57. পর্বতের খাঁজে জলে ভরা ছোট হ্রদকে কী বলে?
Ans: টার্ন (Tarn)
58. আন্দিজ পর্বতের বৃক্ষরেখা ও হিমরেখার মাঝে মালভূমিকে কী বলে?
Ans: পারামো (Paramo)
59. দুটি উপত্যকার সংযোগস্থলে খাড়া শৈলশিরাকে কী বলে?
Ans: পালিশিরা (Paliridge)
60. সমুদ্রজলে গভীরতার সাথে হঠাৎ ঘনত্ব পরিবর্তনের স্তরকে কী বলে?
Ans: পিকনোক্লাইন (Pycnocline)
Geography zone
61. জলে নিমজ্জিত অবস্থায় পচে যাওয়া গাছপালার অবশেষকে কী বলে?
Ans: পিট (Peat)
62. অধিহিমবাহ অঞ্চলে কিলক বা সূচাকৃতি ভূমিতুষারকে কী বলে?
Ans: পিপক্রেক (Pipkrake)
63. সাগরে সদ্য গঠিত বৃত্তাকার বরফ খণ্ডকে কী বলে?
Ans: প্যান বরফ (Pancake Ice)
64. এক চলকের পরিবর্তনে অন্য চলকের পরিবর্তনকে কী বলে?
Ans: প্রতিসম সম্পর্ক (Symmetrical Relationship)
65. নদীর অগভীর স্থানে হাঁটার যোগ্য অংশকে কী বলে?
Ans: ফোর্ড (Ford)
66. নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির ঘটনাকে কী বলে?
Ans: ফ্লাশ (Flush)
67. ভাসমান বরফের আস্তরণকে কী বলে?
Ans: ফ্লো (Floe)
68. আল্পস পর্বতের কিনারায় মোটা দানার স্তরকে কী বলে?
Ans: ফ্লিশ (Flysch)
69. বিদ্যুৎ ঝলকের মাধ্যমে স্থিতিবিদ্যুৎ প্রশমনের ঘটনাকে কী বলে?
Ans: বজ্র (Thunder)
70. ভূপৃষ্ঠে বৃত্তাকার আগ্নেয়শিলার ছোট অননুক্রমী উদ্বেধকে কী বলে?
Ans: বস (Boss)
71. প্রায় অভিশীর্ষ প্রাচীরবেষ্টিত পার্বত্য খাতকে কী বলে?
Ans: ব্রঙ্কা (Brranca)
72. ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য নিয়ে গঠিত সংখ্যাকে কী বলে?
Ans: বাস্তব সংখ্যা (Real Number)
73. বাতাসে ভেসে থাকা অণুজীবকে কী বলে?
Ans: বায়ুতাড়িত জীব (Aeroplankton)
74. ম্যাগমার বিক্রিয়ায় খনিজকে ঘিরে উৎপন্ন বেষ্টনীকে কী বলে?
Ans: বিক্রিয়া বেষ্টনী (Reaction Rim/Corona)
75. ব্যাসল্ট শিলার রাসায়নিক বিকারে উৎপন্ন মৃত্তিকাকে কী বলে?
Ans: বেসিসল (Basisol)
76. চুনাপাথর অঞ্চলের দীর্ঘ খাতসদৃশ সংকীর্ণ বিবরকে কী বলে?
Ans: বোগাজ (Bogaz)
77. বাস্তব অভিকর্ষ ও সূত্রানুসারে হিসাবকৃত অভিকর্ষের পার্থক্যকে কী বলে?
Ans: ব্যুগের বৈষম্য (Bouguer Anomaly)
78. শিলামণ্ডলের ফাটল পথে ম্যাগমা সঞ্চারিত হয়ে গঠিত পথকে কী বলে?
Ans: ভরক (Feeder)
79. ভাঁটার সময় উজানের জল ফিরে যাওয়ার পথে যে খাত সৃষ্টি হয় তাকে কী বলে?
Ans: ভাঁটা খাত (Ebb Channel)
80. কৃষ্ণবর্ণ নিম্নতলের মেঘ রেখাকে কী বলে?
Ans: ভির্গা (Virga)
81. ভূকম্পন বলয়ে দীর্ঘকাল ভূকম্পহীন অঞ্চলকে কী বলে?
Ans: ভূকম্পছেদ (Seismic Gap)
82. অভিসারী প্লেট সীমায় সাগরতলে সৃষ্ট গভীর খাতকে কী বলে?
Ans: ভূখাত (Trench)
83. পৃথিবীর গঠন, বিবর্তন প্রভৃতি বিজ্ঞানকে কী বলে?
Ans: ভূতত্ত্ব (Geology)
84. ভূমির গহ্বরে সাদা বিকিরণ কুয়াশাকে কী বলে?
Ans: ভূতলীয় কুয়াশা (Ground Fog)
85. মহাদেশীয় ভূভাগ থেকে মহীঢাল পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কী বলে?
Ans: ভূভাগীয় সৈকত (Continental Platform)
86. ভূগঠনের প্রতিফলনস্বরূপ রেখাকৃতি বৈশিষ্ট্যকে কী বলে?
Ans: ভূরেখা (Lineament)
87. শিলাপৃষ্ঠে জমে থাকা স্বচ্ছ মসৃণ বরফ স্তরকে কী বলে?
Ans: ভেরগ্লাস (Verglas)
88. ভূমিরূপ মানচিত্রে ঘনসন্নিবদ্ধ রেখাকে কী বলে?
Ans: ভ্রুলেখ (Hachure)
89. নিরক্ষীয় অন্দিজ অঞ্চলের ঘনবন আচ্ছাদিত ঢালকে কী বলে?
Ans: মনটানা (Montana)
90. আর্জেন্টিনায় অন্দিজের পাদদেশে মরু উদ্ভিদ আচ্ছাদিত অঞ্চলকে কী বলে?
Ans: মঁতে (Monte)
91. একক শস্যচাষ পদ্ধতিকে কী বলে?
Ans: মনোকালচার (Monoculture)
92. হিমবাহ মিলিত হলে মাঝ বরাবর গঠিত গ্রাবরেখাকে কী বলে?
Ans: মধ্য গ্রাবরেখা (Median Moraine)
93. সূর্য ও চন্দ্র সমকোণে অবস্থানকালে সংঘটিত জোয়ারকে কী বলে?
Ans: মরা কটাল (Neap Tide)
94. মহাদেশ সংলগ্ন অগভীর ও গভীর সামুদ্রিক অঞ্চলের বিভাজক অঞ্চলকে কী বলে?
Ans: মহীপ্রান্ত (Continental Margin)
95. মহীঢাল থেকে গভীর সমুদ্রের দিকে স্বল্প ঢালবিশিষ্ট অঞ্চলকে কী বলে?
Ans: মহীস্ফীতি (Continental Rise)
96. অগ্ন্যুৎপাত কালে সৃষ্ট ছোট বৃত্তাকার গহ্বরে জল জমে যে ভূমিরূপ হয় তাকে কী বলে?
Ans: মার (Marr)
97. মেঘের গতিবেগ ও দিক নির্ণায়ক যন্ত্রের নাম কী?
Ans: নেফোস্কোপ (Nephoscope)
98. ক্ষয়ে উৎপন্ন সমভূমিতে খাড়া ঢালযুক্ত চুনাপাথরের পাহাড়কে কী বলে?
Ans: মোগোতে (Mogote)
99. দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী সরু ভূখণ্ডকে কী বলে?
Ans: যোজক (Isthmus)
100. রাইন নদীর জলাভূমির স্থানীয় নাম কী?
Ans: রিড (Ried)