class -8 এর কয়েকটি গ্যাসের পরিচিতি ----- হাইড্রোজেন গ্যাস পারিচিতি প্রশ্ন উত্তর
1. হাইড্রোজেন আমাদের কী কাজে লাগে ?
উত্তর >> হাইড্রোজেনের বিভিন্ন ব্যবহারগুলি হল-(1) পরীক্ষাগারে বিজারকরূপে ব্যবহৃত হয়।
( 2 )শিল্পে বা কলকারখানায় অ্যামোনিয়া প্রস্তুতিতে (হেবার পদ্ধতি) হাইড্রোজেন অপরিহার্য। উৎপন্ন অ্যামোনিয়া থেকে তৈরি করা হয় ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো
প্রয়োজনীয় সার এবং বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড।(3) রকেটের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। (4) উদ্ভিজ্জতেল থেকে বনস্পতিজাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে হাইড্রোজেন লাগে।(5)বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।
2. হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি কী কী?
উত্তর >> হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি হল—1. সাধারণ অবস্থায়
হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। 2. হাইড্রোজেন সবচেয়ে
হালকা গ্যাস ও সবচেয়ে হালকা মৌল। এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী।
3. হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। 4. হাইড্রোজেন দহনে সহায়ক নয়, কিন্তু
নিজে দাহ্য।
3. কীভাবে তুমি একটি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন পেতে পারো? এই বেলুনটি ওপরের দিকে উঠে যায় কেন?
উত্তর >> একটি সরু মুখ কাচের বোতলে কয়েকটি জিংকের টুকরো নেওয়া
হল। একটি রবারের বেলুন টেনে বাড়িয়ে নরম করে রাখা হল। এবার বোতলের
মধ্যে কিছুটা H2SO4 বা HCl -এর লঘু জলীয় দ্রবণ ঢেলে বোতলের মুখে
বেলুনের খোলা মুখ লাগিয়ে চেপে ধরা হল। একটু পরে দেখা যাবে বেলুনটি
কিছুটা ফুলে উঠেছে।
জিংকের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এই
হাইড্রোজেন গ্যাসই বেলুনের মধ্যে ভরতি হয়ে বেলুনকে ফুলিয়ে তোলে।
এইভাবে হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন পাওয়া যায়।
» হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুনের মুখ সুতো দিয়ে বেঁধে ছেড়ে দিলে দেখা যাবে সেটি উপরে উঠে ঘরের ছাদে গিয়ে ঠেকেছে। হাইড্রোজেন গ্যাস বায়ুর তুলনায় হালকা বলে বেলুন হাইড্রোজেনপূর্ণ অবস্থায় ওপরের দিকে উঠে যায়।
4. সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে ?
উত্তর >> হাইড্রোজেন অণু দ্বি-পরমাণুক। দুটি টাংস্টেন তড়িদ্বারের সাহায্যে
বিদ্যুৎস্ফুলিঙ্গ (2000°C) সৃষ্টি করে প্রায় শূন্য চাপে H2 গ্যাস চালনা
করলে H2 অণু ভেঙে দুটি H পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক বা
সক্রিয় হাইড্রোজেন বলে। এই পারমাণবিক হাইড্রোজেন খুব শক্তিশালী
বিজারক পদার্থ।
5. হাইড্রোজেনকে ‘জল উৎপাদক' বলা হয় কেন ?
উত্তর >> হাইড্রোজেন গ্যাস দহনে সাহায্য করে না, কিন্তু নিজ্যে দাহ্য।
অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরণসহ
জ্বলে ওঠে ও স্টিম উৎপন্ন করে। এইভাবে হাইড্রোজেন থেকে জল পাওয়া যায়
বলে হাইড্রোজেনকে ‘জল উৎপাদক' বলা হয়।
2H2 + O2 → 2H2O
6.একটি গ্যাসজারে হাইড্রোজেন ও অপরটিতে অক্সিজেন আছে।
কোটিতে কী গ্যাস আছে তা সহজে বুঝবে কীভাবে?
উত্তর >> দুটি গ্যাসজারে পৃথকভাবে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ
করালে যে গ্যাসজারে পাটকাঠিটি তীব্রভাবে জ্বলবে অথচ গ্যাসটি নিজে জ্বলবে
না, বুঝতে হবে সেটিতে অক্সিজেন আছে। এর কারণ অক্সিজেন অন্য বস্তুর
দহনে সহায়তা করলেও নিজে দাহ্য নয়।
যে গ্যাসজারে শিখাহীন জ্বলন্ত পাটকাঠিটি প্রবেশ করালে কাঠিটি নিভে যাবে
অথচ গ্যাসটি সশব্দে নীল শিখায় জ্বলে উঠবে, বুঝতে হবে সেটিতে
হাইড্রোজেন গ্যাস আছে। এর কারণ, হাইড্রোজেন দহনে সাহায্য না করলেও
নিজে দাহ্য গ্যাস।
7. হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসকে সূর্যালোকে রাখলে কী ঘটে
সমীকরণসহ লেখো।অথবা, ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন কোন্ শর্তে বিক্রিয়াকরে ?
উত্তর >> বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন
বিস্ফোরণসহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
H2 + Cl2→ 2HCl
8. কোন্ শর্তে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে
অ্যামোনিয়া উৎপন্ন করে? বিক্রিয়ার সমীকরণ দাও।
উত্তর >> প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে ও 550°C উয়তায় লোহাচূর্ণ
অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁজালো
গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে।
>> সমীকরণ: N2 + 3H2 →2NH3 (অ্যামোনিয়া)
10 গলিত সালফারের ওপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কী
ঘটবে সমীকরণসহ লেখো।
উত্তর >> হলদু বর্ণের গলিত সালফারের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস
চালনা করলে পচা ডিমের দুর্গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস
উৎপন্ন হয়।
H2 + S → H2S
11.পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি-সংক্রান্ত নিম্নলিখিত তথ্যগুলি লেখো—প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার শর্ত বা নীতি, সমিত সমীকরণ ।
উত্তর >> প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহ: অবিশুদ্ধ জিংকের ছিবড়ে, লঘু সালফিউরিক অ্যাসিড (H2SO4) ও পাতিত জল ।
বিক্রিয়ার শর্ত বা নীতি: সাধারণ তাপমাত্রায় জিংকের ছিবড়ে এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
বিক্রিয়ার সমিত সমীকরণ: Zn + H2SO4 > ZnSO4 + H2 ↑